Warning: include_once(/var/www/html/shahidulnews/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/sdn24news/public_html/wp-content/advanced-cache.php on line 22

Warning: include_once(): Failed opening '/var/www/html/shahidulnews/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php70/root/usr/share/pear') in /home/sdn24news/public_html/wp-content/advanced-cache.php on line 22
Shahidul Alam – Page 2 – Shahidul News

Justice for Shahidul Alam

By Mahfuz Anam: The Daily Star

Who is this man whose arrest has sparked outrage and condemnation from global bodies and media, including Amnesty International, Committee to Protect Journalists (CPJ), PEN International, SAMDEN (South Asia Media Defenders Network) and publications such as the Guardian, The Washington Post and many South Asian media?

Shahidul Alam. Photo Courtesy: Rahnuma Ahmed

He is one of the most respected photographers in the world. Very few Bangladeshi of his profession has reached his present global stature. His pictures have been published in almost all the global newspapers and magazines in the world. He is among that elite corps of global photographers who is regularly hired by the most renowned global publications to do assignments in various parts of the world. The Guardian (London) while carrying news of his arrest (Aug 6) wrote “his photographs have been published in every major western media outlet, including The New York Times, Time Magazine and National Geographic in a career that has spanned four decades.” Only those in the world of professional photography can really appreciate the honour and prestige of getting published in the media of such renown. Continue reading “Justice for Shahidul Alam”

সেনাবাহিনী বিষয়ে আমার বক্তব্য খন্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তির সুযোগ তৈরি করা হচ্ছে

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য প্রযুক্তি বিষয়ক নির্বাচন পরিচালনা কমিটি নামক একটি ফেইসবুক পেইজ থেকে ২০১৩ সালে ডয়েচে ওয়েলেকে দেয়া আমার একটি সাক্ষাৎকার থেকে খন্ডিতভাবে এক টুকরো অংশ উদ্ধৄত করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে সেখানে বলেছে:

“দেশপ্রেমিক সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল শহিদুল আলম। সেনাবাহিনীকে বিতর্কিত করতে আন্তর্জাতিক একটি মিডিয়াকে বেছে নিয়েছিলেন তিনি।”

২১ বছর আগে অপহৃত হিল উইমেন্স ফেডারেশেনের নেত্রী কল্পনা চাকমাকে নিয়ে আমি ২০১৩ সালে যেই প্রদশর্নী করেছিলাম তার উপর দেয়া ওই সাক্ষাৎকারের প্রায় পুরোটুকু ফেলে দিয়ে মাঝখান থেকে  খন্ডিতভাবে ছোট এক টুকরো অংশ কেটে নিয়ে তারা যেভাবে প্রচার করছে তার থেকে বিভ্রান্তির সুযোগ তৈরি হচ্ছে। উল্লেখ্য, কল্পনা চাকমার অপহরণের সাথে সেনা সদস্যর সংশ্লিষ্টতার যে অভিযোগ, যার উল্লেখ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরও ২০০৯ সালের একটি টিভি টক শোতে করেছিলেন, সেই অভিযোগের কোন বিচার এত বছর ধরে হয়নি। পাশাপাশি পার্বত্য অঞ্চলে যে জাতিগত নিপীড়ন চলমান তারও কোন সুরাহা দশকের পর দশক ধরে হয়নি। এরই প্রেক্ষাপটে বিষয়গুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সরকার ও সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে সামগ্রিকতার আলোকে কিছু আলোচনা আমি ঐ সাক্ষাতকারে করি। পাশাপাশি আমার যে প্রদর্শনী কল্পনা চাকমার অপহরণ নিয়ে হয়েছিল সেই প্রদর্শনীরও নানা দিক আমি সেখানে তুলে ধরি। ফলে সেখানে আমাকে কল্পনা চাকমার অপহরণের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন করার পর এক পর্যায়ে যখন প্রশ্ন করা হয় “তার মানে এটা কি বলা যায় যে কোন সরকারই আসলে সামরিক বাহিনীর বিষয়ে বিশেষ কোন কিছু, কোন উদ্যোগ গ্রহণে আগ্রহী নয়?” তখন এর উত্তরে আমি যা বলি তা ছিল নিম্নরূপ:

“আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন আছে কিনা সেটাই আমি প্রথমে প্রশ্ন করি। তেতাল্লিশ বছর ধরে আমরা যে সামরিক বাহিনীকে লালন করছি তারা কিন্তু একবারও দেশ রক্ষার কাজে কোনভাবে নিয়োজিত হয়নি। সেটা ভালো। আমাদের শান্তি আছে সেটা ভাল। তবে বিশাল অঙ্ক কিন্তু এদের উপর ব্যয় করা হচ্ছে যেটা শিক্ষায় যেতে পারত, স্বাস্থ্যে যেতে পারত, অন্যান্য ধরনের উন্নয়নে যেতে পারত, সেটা হয়নি। এমনকি যে জায়গায় তাদের থেকে আমরা কিছু আশা করতে পারি আমাদের এই বর্ডারে যে বাঙালীদের পাখির মতো গুলি করা হচ্ছে, বিএসএফরা গুলি করছে সেখানে প্রতিবাদ করা, সেখানে তাদের অন্তত এই পরিস্থিতিতে বাঙালীদের, বাংলাদেশীদের বাঁচানো সেই কাজেও তারা কোন কিছু করেনি। তাদের একমাত্র কাজ শোষণ করা। এই শোষণ তো পাকিস্তানীরা আমাদের করেছে। আমাদের নিজেদের মিলিটারী আমাদের শোষণ করবে এটা আমরা হজম করব এটা হবে কেন? কিন্তু যে কথা আপনি বললেন, যখন যে সরকারই এসেছে এদেরকে তুষ্ট করাই ছিল তাদের প্রধান কাজ। এবং এটাও ভাবতে হবে যে আমাদের দেশের জাতির পিতাকে যারা হত্যা করেছে, জেনারেল জিয়াকে যারা হত্যা করেছে, আমাদের নেতাদের জেলে যারা হত্যা করেছে তারা কিন্তু এই দলেরই মানুষ।”

কিন্তু আমার উত্তর থেকে বিএসএফ এর সীমান্ত হত্যা ঠেকাতে না পারা এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের হত্যা বিষয়ক  খুবই গুরুত্বপূর্ণ দুটি অংশ সম্পূর্ণরূপে বাদ দিয়ে  তারা যেভাবে খন্ডিত আকারে আমার বক্তব্যটি প্রচার করছে তা নিম্নরূপ:

“আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন আছে কিনা সেটাই আমি প্রথমে প্রশ্ন করি। তেতাল্লিশ বছর ধরে আমরা যে সামরিক বাহিনীকে লালন করছি তারা কিন্তু একবারও দেশ রক্ষার কাজে কোনভাবে নিয়োজিত হয়নি। সেটা ভালো। আমাদের শান্তি আছে সেটা ভালো। তবে বিশাল অঙ্ক কিন্তু এদের উপর ব্যয় করা হচ্ছে যেটা শিক্ষায় যেতে পারত, স্বাস্থ্যে যেতে পারত, অন্যান্য ধরনের উন্নয়নে যেতে পারত, সেটা হয়নি। তাদের একমাত্র কাজ শোষণ করা। এই শোষণ তো পাকিস্তানিরা আমাদের করেছে। আমাদের নিজেদের মিলিটারি আমাদের শোষণ করবে এটা আমরা হজম করব এটা হবে কেন?”

এভাবে আমার প্রায় পুরো সাক্ষাতকারটাই বাদ দিয়ে মাঝখান থেকে একটি প্রশ্নকে বেছে নিয়ে তার উত্তরে আমি যা বলেছিলাম তারও গুরুত্বপূর্ণ দুইটি অংশ বাদ দিয়ে যেভাবে খন্ডিতভাবে আমার বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে তাতে বিভ্রান্তি তৈরি হতে পারে। আমার কাছে এটা বিস্ময়কর যে আওয়ামী লীগের একটি ফেসবুক পেইজ কি করে আমার উত্তর থেকে জাতির পিতা হত্যাকান্ডের মতো এতো গুরুত্বপূর্ণ একটা অংশকে ছেঁটে ফেলল! আমি মনে করি সামগ্রিকতার আলোকে সামরিক বাহিনীসহ রাষ্ট্রের যেকোন প্রতিষ্ঠান নিয়েই গঠনমূলক সমালোচনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং জাতীয় স্বার্থেই সামরিক বাহিনী সহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচিত এসব গঠনমূলক সমালোচনাকে নির্মোহভাবে বিচার-বিশ্লেষণ করা, আমলে নেয়া। সেই রাস্তা বন্ধ করাই বরং সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্রের সামিল।

আমার সাক্ষাতকারের অডিও লিংক পাবেন এখানে। আগ্রহীরা শুনে মিলিয়ে দেখতে পারেন।

শহিদুল আলম

 

 

The Guardians: Time Magazine Person of the Year 2018

Shahidul Alam, one of the journalists collectively considered the Time Person of the Year 2018. Photo Moises Sam/Magnum for Time

This year brought no shortage of other examples. Bangladeshi photographer Shahidul Alam was jailed for more than 100 days for making “false” and “provocative” statements after criticizing Prime Minister Sheikh Hasina in an interview about mass protests in Dhaka Continue reading “The Guardians: Time Magazine Person of the Year 2018”

Shifting the Lens

06 December 2018 The Caravan

The Drik gallery was host to South Asia’s first World Press Photo exhibition in 1993. The exhibition was opened jointly by the deputy leader of BNP Dr. Badruddoza Chowdhury (later president of Bangladesh) and Mr Abdus Samad Chowdhury (later foreign minister). It was the only time these top leaders opened an event together/DRIK

On the night of 5 August, a couple of dozen men turned up at the photographer Shahidul Alam’s house in Dhaka. They dragged him from his apartment, bound and screaming, smashing surveillance cameras on the way out. Alam’s partner, Rahnuma Ahmed, was with a neighbour, so she could not react in time. By the time anyone fully realised what was going on, Alam had been thrown into a white van and driven off into the night’s darkness.

The following is an excerpt from “The Man Who Saw Too Much: Why the Bangladesh government fears Shahidul Alam,” by Kaamil Ahmed, published in The Caravan’s latest issue, alongside Alam’s visual account of Bangladesh’s extrajudicial killings. Subscribe now to read in full. Continue reading “Shifting the Lens”

Irfanul Islam, and an 8-mile stretch of road

by rahnuma ahmed

Dhaka-Narayanganj Link road. ? Jannatul Mawa
Dhaka-Narayanganj Link road. ? Jannatul Mawa

Why was Irfan killed? Why did they have to kill him, if it was for the money, they had already snatched it away, why kill him? Was it accidental, did he die because a novice, or a brute, hit him on the head too hard? Or did he die because he had resisted, because one of his abductors had grabbed his throat and in the ensuing tussle, squeezed it for a fraction of a second too long?
These questions haunt us, as his killers remain untraced, unknown, even now, a year later. Continue reading “Irfanul Islam, and an 8-mile stretch of road”

Had cadmium ever glowed so red?

I’d pretty much perfected the art. I’d go down to the newest library I could find. Become a member as quickly as I could, and armed with my new membership card head straight to section 770, the magical number for photography at UK public libraries. I would take out the full complement of 8 books that I was allowed at any one time. When the lending period was over, they would be replaced by another eight.
I devoured the books, which were mostly monographs, or ones on technique, composition or even special effects. I knew too little about photography, to know how limited my knowledge was. It was many years later, when my partner Rahnuma, gave me a copy of “The Seventh Man” by John Berger, that a new way of looking at photographs opened up. Unknowingly, it was the book “Ways of Seeing” that later opened another window. One that helped me see the world of storytelling. That was when I realised that image making was only a part of the process. Once youtube arrived on the scene, and the television series with the same name entered our consciousness in such a powerful way, his TV series “Ways of Seeing” became my new staple diet. Here was a leftie who could still speak in a language the average person could understand, and that too on a topic such as art. His fascination was neither about the artist nor the artwork itself, but how we responded to it and how it gained new meaning through our interaction. While it was art he was dissecting, it was popular culture he was framing it within.
That there was so much to read in a photograph, beyond the technicalities of shutter speed, aperture and resolution, is something my years of reading section 770 had never revealed. The photographs of Jean Mohr (The Seventh Man), were unlikely to win awards in contests, or fetch high prices in auctions, but Berger’s insights into the situations and the relationships that the photographs embodied, gave them a value way beyond the mechanics of image formation. Berger never undermined the technical or aesthetic merits of a photograph. He simply found far more interesting things to unearth.

John Berger signing book for Pathshala with Shahidul Alam, at South Bank in London. Photo by Paul Bryers

Continue reading “Had cadmium ever glowed so red?”

PATHSHALA?S RESPONSE TO BDNEWS24.COM?S REPORT

Pathshala Campus
Pathshala Campus

A report on Pathshala South Asian Media Institute, published by the online news portal bdnews24.com, has come to our attention (?Shahidul Alam?s Pathshala operates without affiliation,? bdnews24.com, 6 August 2016). Unsubstantiated allegations, backbiting and innuendo and the absence of cross checking characterise the ?report.? It is a shoddy piece of journalism. Continue reading “PATHSHALA?S RESPONSE TO BDNEWS24.COM?S REPORT”

Photography in Bangladesh: a medium on the move

F?ted internationally, the country?s photographers have struggled for status at home. Could that be about to change?

Water reservoir is for the Komolapur Railway station. It?s the main station in Bangladesh. Dhaka.

From the series ?Railway Longings? (2011-2015) by Rasel Chowdhury

The eerie moonscape of Munem Wasif?s new photographic series, ?Land of Undefined Territory?, appears empty. On closer inspection, it reveals the scars of industrial activity, from vehicle tracks to stone crushing. The sense of menace and alienation is compounded by a three-channel video with a grating soundtrack.
These digital black-and-white shots were taken along an indefinite border between Bangladesh and India ? disputed land that is now home to unregulated mining but which also soaked up the blood of past upheavals, from the first, temporary partition of Bengal under the viceroy in 1905, to Partition in 1947 and the Liberation war of 1971. Ostensible documentary veers into questioning in Wasif?s deeply unsettling yet distanced probing of history, territory, ownership and exploitation. Continue reading “Photography in Bangladesh: a medium on the move”

The spirit of a ghostly fabric

Rare depiction of terracotta weaver. Terracotta art was at its peak from 4th - 8th century. Courtesy of Ruby Ghuznavi, Dhaka. Bangladesh. Photo: Shahidul Alam/Drik/Majority World
Rare depiction of terracotta weaver. Terracotta art was at its peak from 4th – 8th century. Courtesy of Ruby Ghuznavi, Dhaka. Bangladesh. Photo: Shahidul Alam/Drik/Majority World

Having heard Saif speak of muslin over the last three years, I had gained some knowledge, albeit second hand. Going out filming with him to museums, arboretums and libraries, I had met some of the world?s leading experts. Lived part of the history. A surprise awaited me. It is not a book written by an expert, but a labour of love, written by a hungry enthusiast, not yet jaded by the weight of authority. It has all the facts. The rigour of research. The scholarly precision. The concern for one?s fellow human. Continue reading “The spirit of a ghostly fabric”

Kalpana's Warriors opens in Delhi

 
Invitation-KW-final-20160119-1024x768
Kalpana Chakma, a young leader of the Bangladeshi Hill Women?s Federation, was abducted from her home by military personnel and civilian law enforcers at gunpoint on 12 June 1996. She remains missing. Through this work, part of Drik?s ?No More? campaign, photographer?Shahidul Alam?has tried to break a silence that successive governments, whether civilian or military backed, have carefully nurtured. The exhibition uses laser etching on straw mats, an innovative technique developed specifically for this exhibition. The process involved in creating these images is rooted to the everyday realities of the hill people, the paharis. Interviewees had repeatedly talked of the bareness of Kalpana?s home. That there was no furniture. That Kalpana slept on the floor on a straw mat. The straw mats were burned by a laser beam much as the fire that had engulfed the pahari villages.
Shilpakala Award recipient Shahidul Alam, set up Drik and Majority World agencies, Pathshala South Asian Media Institute and Chobi Mela festival. Honorary Fellow of the Royal Photography Society and visiting professor at Sunderland University. Alam has chaired the World Press Photo jury. Alam also introduced email to Bangladesh. His book my journey as a witness has been described as ?the most important book ever written by a photographer? by legendary picture editor of?Life Magazine, John Morris. He is an internationally acclaimed public speaker and has presented at Hollywood, National Geographic, re:publica, COP21 and POP Tech.
Reviews:
What’s Hot
Buzz in Town
Artslant
Blouinartinfo
Events High
The Statesman